২১ অনুপ্রবেশকারী বেনাপোলে আটক

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ শিশুসহ ২১ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল আটটার দিকে বেনাপোল থেকে বিজিবি সদস্যরা অনুপ্রবেশকারীদের আটক করে। ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি কিছু লোক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করবে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জন পুরুষ, ৮ নারী ও ৫ জন শিশুকে আটক করে। আটকদের প্রত্যেকের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট ও বরিশালের জেলার বিভিন্ন এলাকায়।
এসএমএন