ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


‘শিক্ষার আলো ছড়াতে কাস্টম কমিশনারের আহ্বান’


৩০ অক্টোবর ২০১৮ ২১:০১

শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমধর্মী শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে বেনাপোল কাস্টমস হাউজে। এতে শার্শা ও বেনাপোলের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও সিনিয়র মাদ্রাসার শিক্ষকরা অংশ গ্রহণ করে।

সোমবার সকালে বেনাপোল কাস্টমস ক্লাবে কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, ডেপুটি কমিশনার মো: জাকির হোসেন, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, যুগ্ম সম্পাদক জামাল হোসেন, নাভারন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিন উদ্দিন, বুরুজবাগান হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক আব্দুল আলীম, শার্শা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ারুল ইসলাম, বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কাস্টমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, বেনাপোল তথা শার্শাবাসীকে কিছু দেওয়ার জন্য আমাদের এই অগ্রযাত্রা।

এসএমএন