সড়কে প্রাণ গেল বৃদ্ধার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনের সামনে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম শেফালী বেগম (৭০)। তিনি শহরের পশ্চিম মাসদাইর খেয়াঘাট এলাকার জালাল উদ্দিনের স্ত্রী।
বৃদ্ধার পুত্র জাকির হোসেন বলেন, তার মা শেফালী বেগম মঙ্গলবার দুপুরে রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন। চাষাঢ়া রেল স্টেশনের সামনে পৌঁছালে তার রিকশাটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, এ দুর্ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।
একেএ