ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ভারতীয় সাবান-চকলেট আটক


২৯ অক্টোবর ২০১৮ ২১:৩২

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ।

সোমবার (২৯ অক্টোরব) সকালে চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালের সামনে থেকে ভারতীয় ভিভেল সাবান ও কিটকাট চকলেট জব্দ করা হয়। এ সময় কেউকে আটক করা হয়নি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান সাবান ও চকলেট এনে প্যাসেন্জার টার্মিনালে সামনে অপেক্ষা করছে। সে গুলো নেওয়া হচ্ছিল যশোর শহরে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ভারতীয় সাবান ও চকলেট জব্দ করেন। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

এসএমএন