ঢাকা শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


সাতক্ষীরার বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


৫ এপ্রিল ২০২৪ ১৬:২২

ছবি : নতুন সময়

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম শাহারুল সানা (৩০)। কল্যাণপুর মাঝেরপাড়া আবুল বাশারের ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, শুক্রবার সকালে শাহারুল তার নিজের ঘরে কারেন্টের লাইন নিয়ে কাজ করছিল। হঠাৎ অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘরের মধ্যেই তারে জড়িয়ে পড়েন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আশাশুনির থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান- মৃত্যুর খবর জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নতুনসময়/এএম


সাতক্ষীরা, বিদ্যুৎপৃষ্ট, যুবক, মৃত্যু