উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি সহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত হলো উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সেলিমের ছেলে জানে আলম(৩৯)।
সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক ও পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, ধৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
নতুনসময়/এএম
কক্সবাজার, উখিয়া, রোহিঙ্গা, ক্যাম্প, অভিযান, আটক