লেগুনার ধাক্কায় ৩ ছাত্রী আহত

গাড়িতে ওঠার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৩ ছাত্রী লেগুনার ধাক্কায় আহত হয়েছে তারা নগরীর কর্ণফুলীর দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির কয়েকজন ছাত্রী।
এ সময় লেগুনা পরিবহনের একটি বেপরোয়া গতির গাড়ি তাদের ওপর উঠে যায়।
এতে ঘটনাস্থলে তিন ছাত্রী গুরুতর আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত তিন ছাত্রী হলেন-ইরা আকতার (১৪), সাইমা আকতার (১৪) ও সুমাইয়া আকতার (১৪)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আহতদের মধ্যে ইরা ও সাইমা আকতারকে ২৮ নম্বর ওয়ার্ডে ও সুমাইয়া আকতারকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এসএমএন