ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


গোপালগঞ্জে পিক-আপের ধাক্কায় এক গৃহবধূ নিহত


৩১ মার্চ ২০২৪ ২০:৩২

সংগৃহীত

গোপালগঞ্জের পিকআপের ধাক্কায় মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (৩১ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ আবুল হাশেম মজুমদার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মর্জিনা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের দাউদ মিনার স্ত্রী।

গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ আবুল হাশেম মজুমদার জানান, চন্দ্রদিঘলীয়া বাসস্টান্ড এলাকায় বেখেয়ালীভাবে মহাসড়ক পার হচ্ছিলেন মর্জিনা বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি পিক-আপ মর্জিনাকে চাপা দিলে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘাতক পিকআপটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নতুনসময়/আপেল


গোপালগঞ্জ, পিকআপ, মহাসড়ক, পুলিশ, কাশিয়ানী