ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


শেখ হাসিনাই উন্নত বাংলাদেশ গড়ার যোগ্য


২৯ অক্টোবর ২০১৮ ১৭:৪৪

ছবি-নতুন সময়

রাজশাহী -১ (তানোর-গোদাগাড়ী) আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী সাবেক অতিরিক্ত আইজিপি ও আ’লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বলেছেন, সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনাই বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করার যোগ্য নেত্রী । রোববার বিকেলে গোদাগাড়ীর ললিত নগরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিউর রহমান বলেন,জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মানে অবিরামভাবে কাজ করে যাচ্ছে। এর মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে । আগামীতে আবারো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তার নেতৃত্বে আমরা উন্নত রাষ্ট্রে পরিনত হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমি ৭১ -এ মুক্তিযুদ্ধ করেছি। শেষ পর্যন্ত যেন আওয়ামী লীগ করেই মরতে পারি।

জনসভায় এই আসনের আরো পাচজন মনোনয়ন প্রত্যাশি উপস্থিত ছিলেন। মনোনয়ন প্রত্যাশীরা সবাই নৌকার পক্ষে ভোট চান । এরা সবাই বর্তমান সাংসদ ওমর ফারুক চৌধুরী বিরুদ্ধে মাঠে নেমেছেন। তাদের বক্তব্য ওমর ফারুক ছাড়া এদের মধ্যে যে কাউকে এমপি মনোনয়ন দেয়া হোক । এছাড়া গোদাগাড়ী উপজেলা আ’লীগের সভাপতি বদিউজ্জামান শতাধিক নেতা-কর্মী নিয়ে এই জনসভায় উপস্থিত হন।

আগামী একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে রাজশাহী -১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান সাবেক অতিরিক্ত আইজিপি ও ওয়ামী লীগের কেন্দ্রীয় নিবাচন পরিচালনা কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান। এ লক্ষ্যে তানোর ও গোদাগাড়ীতে ব্যাপক প্রচার-প্রচারনা চালাচ্ছেন তিনি।

আরকেএইচ