উখিয়ায় ডাম্পার চাপা দিয়ে বিট কর্মকর্তাকে হত্যা

কক্সবাজারের উখিয়ার দোছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে ডাম্পার চাপা দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় আরো একজন গুরুতর আহত হয়েছে। নিহত বিট কর্মকর্তা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভিক্টিকাদ্দি গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে বলে জানা গেছে।
রোববার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উখিয়ার হরিণমারা লালুর বরো ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসেন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, উখিয়া বন রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান রাত সাড়ে তিনটার সময় হরিণমারা লালুর বরো ঘাটা এলাকায় অভিযান পরিচালনার সময় উখিয়ার তুতুরবিল গ্রামের মৃত সোলতান আহমদ এর ছেলে এলাকার চিহ্নিত পাহাড় খেকো কানা ছৈয়দ আলম ডাম্পার যোগে মাটি পাচারের সময় সাজ্জাদকে গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় আরো একজন বনকর্মী গুরতর আহত হয়। এ ঘটনার খবর পেয়ে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।