ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


রাঙামাটির বিলাইছড়িতে অগ্নিকাণ্ড


২৭ মার্চ ২০২৪ ২১:৩৯

ছবি : নতুন সময়

রাঙামাটির বিলাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে বিলাইছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা ধারনা করছেন বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যেমে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা জেনারেটরের মাধ্যেমে আগুন নিয়ন্ত্রণে কাজ চালায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে স্থানীয়রা। তবে আগুনে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত করা যায় নি।

অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা বলেন,‘বিলাইছড়ি হাসপাতালের নিচে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে স্থানীয়রা। কয়টি ঘর-বাড়ি আগুনে পুড়ে গেছে তার তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত বড় উপজেলা হওয়ার পরেও এখানে এখনও ফায়ার স্টেশনের সুব্যবস্থা হয়নি। ফায়ার স্টেশন যদি থাকতো তাহলে এতটা ক্ষয়ক্ষতি হতো না।’

নতুনসময়/এএম


রাঙামাটি, বিলাইছড়ি, ভয়াবহ, অগ্নিকাণ্ড, হাসপাতাল