ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ফরিদপুরে স্কুলছাত্র অন্তর হত্যা মামলায় তিনজনের ফাঁসি


২৭ মার্চ ২০২৪ ১৫:৪৮

সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দার আলোচিত স্কুলছাত্র আলাউদ্দিন ওরফে অন্তর (১৪) হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৭ মার্চ) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: হাফিজুর রহমান এ রায় দেন।

রায় ঘোষণার সময় আজিজুল শেখ ছাড়া বাকি পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাহাবুব আলম, কামাল মাতুব্বর ও খোকন মাতুব্বর। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-আশরাফ শেখ, আজিজুল শেখ ও সুজন মাতুব্বর।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ জুন ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চর মানিকদী পাগলপাড়া এলাকার গ্রীস প্রবাসি আবুল হোসেন মাতুব্বরের ৮ম শ্রেণিতে পড়ুয়া ছেলে আলাউদ্দিন ওরফে অন্তরকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়। পরে এঘটনায় অন্তরের মা জান্নাতি বেগম বাদি হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন।

নতুন সময়/এএম


ফরিদপুর, স্কুলছাত্র, হত্যা, মামলা, ফাঁসি, যাবজ্জীবন