ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সিংড়ায় নিখোঁজ শিশুর গলাকাটা লাশ উদ্ধার


২৯ অক্টোবর ২০১৮ ০৪:৪২

শুক্রবার নাটোরের শিংড়ায় নিখোঁজ হওয়া জুয়েল সরকারের (৮) জবাই করা লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ইটালী ইউনিয়নের কুমগ্রাম-বুনকুড়ি ব্রীজ এলাকা থেকে তার জবাই করা লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী।

নিহত জুয়েল কুমগ্রাম গ্রামের কৃষক মুক্তার সরকারের পুত্র ও কুমগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

ইটালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম সতত্যা স্বীকার করে জানিয়েছেন, ঘটনাটি খুবই দুঃখজনক।
কে বা কারা কি কারণে নিস্পাপ শিশুকে হত্যা করলো, তা মেনে নেয়ার মত না।

সিংড়া থানার ওসি ( তদন্ত) নেয়ামুল ইসলাম জানান, নিহতের বাবা গতকাল থানায় সাধারণ ডায়েরি করেন, রোববার এসআই শাহেদ ঘটনাস্থল তদন্ত করেন। কি কারণে তাকে হত্যা করা হলো তা বোধগম্য নয়। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা উদঘাটনে কাজ করছে পুলিশ।

এমএ