চুয়াডাঙ্গায় ফেন্সিডিল সহ বাবা-ছেলে আটক

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান সেবার নির্দেশে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) সোহেল রানা শনিবার গভীর রাতে সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান চালান দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্ৰামে।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে গ্ৰামের উত্তরপাড়ার মৃত মোসলেম আলীর ছেলে রকিম ও রকিমের ছেলে রিপনকে আটক করতে সক্ষম হন।
তাদের উভয়ের স্বীকারোক্তি অনুযায়ী রকিমের শয়ন কক্ষের খাটের নিচ হতে ১৫০ বোতল এবং একই ঘরের পূর্ব পাশের রিপনের শয়ন কক্ষের খাটের নিচ হতে ৪৫ বোতল সহ মোট ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেন্সিডিলের সিজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৯০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বাবা ও ছেলের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মাদক মামলা দায়ের পূর্বক তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
নতুনসময়/এএম
চুয়াডাঙ্গা, পুলিশ, দর্শনা, অফিসার ইনচার্জ, আদালত