ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


হাটহাজারীতে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা


২৩ মার্চ ২০২৪ ২০:৩৪

ছবি : নতুন সময়

চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা করেন উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলা মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।

এই সময় কামাল মিয়া ও মো:আলমকে ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো মোরশেদ ও স্থানীয় প্রতিনিধি সহযোগিতা করেন।

নতুনসময়/এএম


চট্টগ্রাম, হাটহাজারী, কৃষি জমি, উপজেলা প্রশাসন, জরিমানা, টপ সয়েল