মাগুরায় রাজন হত্যার বিচার দাবীতে মানববন্ধন

মাগুরায় মুক্তিযোদ্ধা সন্তান, কৃতি ফুটবলার ও ছাত্রলীগ কর্মী রাজন খান হত্যা কান্ডের বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০১৪ সালের ২৮ অক্টোবর মাগুরা সরকারি কলেজের মধ্যে রাজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।রবিবার ( ২৮ আক্টোবর) সকালে শহরের পিটিআই স্কুলের সামনে মানববন্ধন থেকে রাজনের হত্যার বিচার চাওয়া হয়।
মানববন্ধনে রাজনের বাবা মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খান ও রাজন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ৪ বছরেও এ হত্যাকান্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।