ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


সুরমা নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৮

নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক তরুণী। স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের কাজিরবাজার সেতুর ওপর থেকে সুরমা  নদীতে ঝাঁপ দেন ওই তরুনী।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাজিরবাজার সেতু থেকে সুরমা নদীতে ঝাঁপ দেন ওই তরুণী। তাদের কয়েকজন সাঁতরে গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন ওই তরুণীকে। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই পলাশ বলেন, জ্ঞান ফেরার পর মেয়েটি জানিয়েছে তার নাম স্বপ্না। তার বাসা নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায়। তবে তার দেয়া ঠিকানা সঠিক কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।  

আরআইএস