পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সিয়াম হোসেন ও মিজানুর রহমান নামে দুই বন্ধুর। এ সময় আহত হন অপর এক মোটরসাইকেলে থাকা দুই আরোহী।
শনিবার (১৬ মার্চ) দুপুরে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে ঘটে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ঈশ্বরদী পৌর শহরের ভাদুর বটতলা এলাকার তৌহিদুল ইসলামের ছেলে ও মিজান পিয়ারাখালি এলাকার নাজমুল ইসলামের ছেলে।
আহত একজনের নাম নাম জানা গেছে। তিনি হলেন- রাজশাহীর বাঘা উপজেলার বেংগাড়ী গ্রামের সোবহান কাজীর ছেলে শরিফুল ইসলাম (৩৫)। আহত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল যোগে বাঘা থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন শফিকুল ইসলাম। আর ঈশ্বরদী থেকে বাঘার দিকে মোটরসাইকেলযোগে নানার বাড়ি শেখেরচর গ্রামে যাচ্ছিলেন দুই বন্ধ সিয়াম ও মিজান।
পথিমধ্যে গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে দুই মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত চারজনকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে সিয়াম ও মিজানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মারা যান দুই বন্ধু সিয়াম ও মিজান। আহত দুইজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নতুনসময়/এএম
পাবনা, ঈশ্বরদী, মোটরসাইকেল, সংঘর্ষ, আরোহী