ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে জমি অধিগ্রহনের চেক বিতরণ


২৮ অক্টোবর ২০১৮ ১৮:৫৭

ভারত-বাংলাদেশ আমদানি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষে বেনাপোল স্থল বন্দরে ভারতীয় আইসিপি সংলগ্ন ২৪.৯৮ একর জমি অধিগ্রহণের প্রকল্পের ভূমি অধিগ্রহনের ক্ষতিপুরনের চেক প্রদান করা হয়েছে।

শনিবার বিকাল ৪ টার সময় বেনাপোল স্থল বন্দরের চেকপোস্ট আন্তর্জাতিক প্যসেঞ্জার টার্মিনালের সভাকে স্থানীয় ভুমি মালিকদের উপস্থিতীতে বেনাপোল স্থল বন্দরের পরিচালক প্রদোষ কান্তির (উপ-সচিব) সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, ( অতিরিক্ত সচিব) ভারতের ল্যান্ডপোর্ট অথরিটির চেয়রম্যান অনিল কুমার বাম্বা,( অতিরিক্ত সচিব) যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল, বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কমার মন্ডল, বেনাপোল বন্দরের খন্ডকালীন সদস্য সৈয়দ জাহিদুল ইসলাম প্রমুখ।

যশোর জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, আমরা অত্যান্ত সততার সাথে বেনাপোল স্থল বন্দরের জমি অধিগ্রহণ করেছি। এখানে স্বচ্ছতার জন্য কোন প্রকার মধ্যেসত্ব ভোগীদের প্রশ্রয় দেয়া হয়নি। তাই আমরা যাদের জমি তাদের হাতে সরাসরি অনুষ্ঠানের মধ্যে দিয়ে চেক বিতরণ করতে পেরে আনন্দিত।