ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


টেকনাফে গোলাগুলিতে দুই ইয়াবা কারবারি নিহত


২৮ অক্টোবর ২০১৮ ১৮:০৪

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের গোলাগুলিতে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। রোববার ভোর ৫টায় উপজেলার সাবরাং কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় ইয়াবা কারবারি ও সন্ত্রাসী দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই শীর্ষ ইয়াবা কারবারি হাসান আলী (৩৫) ও কামাল হোসেন (৩০) নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এসআই রাজু আহমদ গাজী, এএসআই মিঠুন কুমার ভৌমিক ও কনস্টেবল ইব্রাহিম খলিল নামে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার ভোরে সমুদ্র সৈকত এলাকা দিয়ে অস্ত্রের পাহারায় ইয়াবা ব্যবসায়ীদের দল ইয়াবার চালান খালাস করে উপজেলার সাবরাং কাটাবুনিয়া ঝাউবাগানের ভেতরে লেনদেন নিয়ে ইয়াবা কারবারি ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি বর্ষণ করে। একপর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে পুলিশ আশপাশের এলাকা তল্লাশি করে দুজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল তাদের মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন লাশটি দুটি মোহাম্মদ হাসান আলী ও কামাল হোসেনের পরিচয় শনাক্ত করা হয়। নিহত দুজনই এলাকার শীর্ষ ইয়াবা কারবারি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা কারবারি ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় পুলিশের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এ সময় পুলিশের উপপরিদর্শক রাজু আহমেদ, সহকারী উপপরিদর্শক মিঠুন চন্দ্র ভৌমিক ও কনস্টেবল ইব্রাহিম গুলিবিদ্ধসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে দুজনের মরদেহ, ৬টি অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও বিপুলপরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

আরকেএইচ