ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ফটিকছড়ির ইশা গেষ্ট হাউসসহ তিন প্রতিষ্ঠান সিলগালা


১১ মার্চ ২০২৪ ১৮:৫৮

সংগৃহীত

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন এর হেঁয়াকো বাজারে অবৈধ কার্যকলাপ চলায় সোমবার (১১ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী। অভিযানে হোটেলসমূহ সিলগালা করেন তিনি।

হেঁয়াকো বাজারে আলী আক্কাছ ভুট্টোর মালিকানাধীন প্রতিষ্ঠান, ঈশা গেস্ট হাউসকে অবৈধ অসামাজিক কার্যকলাপের দায়ে ইতিপূর্বে উপজেলার সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম কর্তৃক সিলগালা করা হয়।

এর আগে সাবেক ফটিকছড়ির ইউএনও সায়েদুল আরেফিন থাকাকালীন একইভাবে সিলগালা করা হয়। এতে করে সামনের অংশ বন্ধ থাকলেও, পিছনের পকেট গেইট খুলে বছরের পর বছর অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ইশা গেস্ট হাউস।

সিলগালা করার পরও ভাড়ায় ব্যবহারের প্রমাণ পাওয়ায় পুণরায় সকল প্রবেশ পথগুলি বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। তাৎক্ষনিক অবৈধ কার্যকলাপে অভিযুক্ত ব্যক্তি না পাওয়া যাওয়ায়, গেস্ট হাউসটির মালিক আলী আক্কাছ ভুট্টোকে সতর্ক করে দেওয়া হয়।

এ ব্যাপারে অভিযুক্ত ভবনটির মালিক আলী আক্কাস ভুট্টো জানান, আমি আমার সহধর্মীণীকে নিয়ে সহ হজ্ব এ গিয়েছিলাম। তখন আমার ছেলেকে দায়িত্ব দিয়েছিলাম। এখন কথা হল ভবিষ্যতে এটি আর ভাড়া দিব না এটা হচ্ছে ফাইনাল কথা। ভাড়াটিয়াদের টাকা ফেরৎ দিয়ে দিছি। রাজনৈতিক বিষয়ে আপনারাও বুঝেন। এসবের সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলে দাবি তার।

এদিকে হেঁয়াকো বাজার ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি মহাসড়কে অবৈধভাবে সকল ট্রাক ও কাভার্ড ভ্যানে বিভিন্ন হারে চাঁদা তোলায় তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়। চট্টগ্রাম থেকে আগত সিএনজি সমিতি নাম দিয়ে অবৈধভাবে প্রতি গাড়িতে ১৫ টাকা করে আদায় করায় তাদের অফিসও বন্ধ করে সিলগালা করা হয়। এসময় সংশ্লিষ্ট সমিতির সাথে যুক্তদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় সাধারণ জনগণ এবং জন প্রতিনিধি গণ, ভুজপুর থানা, আনসার সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। অভিযোগ পেলেই এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান ফটিকছড়ি ইউএনও মোজাম্মেল হক চৌধুরী।

নতুনসময়/এএম


ফটিকছড়ি, ভ্রাম্যমাণ আদালত, অভিযান, হোটেল, সিলগালা, গেস্ট হাউস