ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


রায়পুরে আওয়ামী লীগের সম্ভাব্য তিন প্রার্থীর গণসংযোগ


১১ মার্চ ২০২৪ ১৪:৫৭

সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন আওয়ামী লীগের সম্ভাব্য তিনজন চেয়ারম্যান প্রার্থী। ইতোমধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের তোড়জোড় শুরু হয়েছে। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তে নির্বাচনের সমীকরণ বদলে গেছে।

স্থানীয় সংসদ-সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘিরে নতুন বলয়ে প্রার্থীরা সক্রিয় হচ্ছেন। নানা কারণে বর্তমান উপজেলা চেয়ারম্যান কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন। দলীয় প্রতিপক্ষের কঠোর বিরোধিতার মুখে পড়ার আশঙ্কা রয়েছে অধ্যক্ষ মামুনুর রশিদের।

রোববার দিনভর পৌর শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার। আওয়ামী লীগের আরেক মনোনয়নপ্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ গত তিন দিনে ৫টি ইউনিয়নের ৫টি মতবিনিময় সভা করে তাঁর পক্ষে ভোট চান।

আওয়ামী লীগের অন্য আরও এক মনোনয়নপ্রত্যাশী এডভোকেট মারুফ বিন জাকারিয়া দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন। ইতোমধ্যে ক্ষমতাসীন দলের তিন নেতা বিভিন্নভাবে প্রচার-প্রচারণার মাধ্যমে জানান দিচ্ছেন তাদের অবস্থান।

অধ্যক্ষ মামুনুর রশিদের বলেন, একটি এলাকাকে কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে হলে সমাজ থেকে অনিয়ম, দুর্ণীতি রোধ করে নিরক্ষরতা দূরীকরণ এবং মানসিক বিকাশ ঘটাতে হবে। আমি সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

গণসংযোগকালে সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার বলেন, জনগণ আমাকে নির্বাচিত করলে শিক্ষা, যোগাযোগ অবকাঠামোর উন্নয়নসহ রায়পুরকে আধুনিক পর্যটন এলাকায় রুপান্তরিত করা হবে।

তরুন প্রার্থী এডভোকেট মারুফ বিন জাকারিয়া বলেন, গণসংযোগকালে তাঁর সমর্থক ও দলীয় নেতাকর্মীদের গিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে মতবিনিময় সভা করা হচ্ছে।

নতুনসময়/এএম


লক্ষ্মীপুর, রায়পুর, উপজেলা, নির্বাচন, গণসংযোগ