ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সাতক্ষীরায় পিতামাতার ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার


৯ মার্চ ২০২৪ ১৭:১১

সংগৃহীত

সাতক্ষীরায় নিজ পিতামাতার ভরণপোষণ না দেওয়ায় উৎপল সাহা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন মাগুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উৎপল সাহা ওই গ্রামের দিনবন্ধু সাহার ছেলে।

এর আগে শুক্রবার বিকালে দিনবন্ধু সাহা তার নিজ ছেলের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় মামলাটি দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, পিতামাতার ভরণপোষণ না দেয়াতে উৎপল সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে শনিবার জেল হাজতের জন্য আদালতে পাঠানো হয়।

নতুনসময়/এএম


সাতক্ষীরা, ভরণপোষণ, পিতামাতা, গ্রেপ্তার, ছেলে