ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার


২৮ অক্টোবর ২০১৮ ০৩:০৩

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে নাশকতার প্রস্তুতির সময় জামায়াত ও বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ অক্টোবর) ভোররাতে বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো-মহারাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ রেজাউল করিম, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, সুরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, বাড়ী বাথান গ্রামের খন্দকার আব্দুল মান্নান, হলিধানী গ্রামের মৃত মহসিন আলীর ছেলে আব্দুল বারি ও লাউদিয়া গ্রামের রজব আলীর ছেলে ইব্রাহিম হোসেন।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের পাশে নাশকতার প্রস্তুতি নিচ্ছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এমন সংবাদের অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় হাতবোমা, লোহার রড, লাঠি ও জিহাদী বই। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।

এমএ