ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত


৩ মার্চ ২০২৪ ২১:১৫

সংগৃহীত

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) সন্ধ্যা সাতটায় গাইবান্ধা সদর উপজেলার নশরৎপুরে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ মিয়া (২৫) ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালি গ্রামের সেলু মিয়ার ছেলে এবং অপর নিহত মতিন সরকার (২৭) সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মজিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী বাদিয়াখালী থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এসময় নশরৎপুরের এলপিজি পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ দুই আরোহীর মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার   খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

নতুনসময়/এএম


গাইবান্ধা, সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল, আরোহী, নিহত, সাঘাটা