ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ভিক্ষুকের মৃত্যু


৩ মার্চ ২০২৪ ১৫:০৯

সংগৃহীত

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ডাবলু বেপারী ‌(৫৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। তিনি কানে কম শুনতেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

রোববার (৩ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে জেলা সদরের বাইতুল আমান রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ডাবলু বেপারী জেলা শহরের টেপাখোলা এলাকার আব্দুল গণি বেপারীর ছেলে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন।

রোববার সকালে ডাবলু বেপারী রেললাইন পাড় হচ্ছিলেন। এ সময় রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নতুনসময়/এএম


ফরিদপুর, ট্রেন, ভিক্ষুক, রেলওয়ে, মৃত্যু