ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বরিশালে চরমোনাইর মাহফিলে এসে ৫ মুসল্লির মৃত্যু


২ মার্চ ২০২৪ ২২:১২

সংগৃহীত

বরিশালে অনুষ্ঠিত চরমোনাইর মাহফিলে তিন দিনে বিভিন্ন রোগে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে শুরু হওয়া মাহফিলের শেষ দিন শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান।

চরমোনাইর মাহফিলের অস্থায়ী হাসপাতাল সূত্রে জানা যায়, চরমোনাই মাহফিলে আসা মুসুল্লিদের মধ্যে বুধবার মুন্সিগঞ্জের আজমত শেখ ও হাশেম রাড়ী মারা যান।

বৃহস্পতিবার পটুয়াখালীর সুলতান প্যাদা, শুক্রবার খুলনার আনোয়ার হোসেন ও মুন্সিগঞ্জের শামসুল হক কাজী মৃত্যুবরণ করেন। তাদের মরদেহ জানাজা শেষে নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।

চরমোনাইর অস্থায়ী মাহফিল হাসপাতালে প্রায় দু’হাজারের বেশি মুসুল্লিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

নতুনসময়/এএম


বরিশাল, চরমোনাই, মাহফিল, মুসল্লি, হাসপাতাল, চিকিৎসা