ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সিঁদ কেটে ঘরে ঢুকে আ’লীগ নেতা হত্যা


২৭ অক্টোবর ২০১৮ ২২:৫৯

বরগুনা সদর উপজেলার চালিতাতলী এলাকার খলিলুর রহমান নামের এক আওয়ামী লীগের এক নেতাকে শ্বাসরোধ হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ অক্টোবর) রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়।

নিহত খলিলুর রহমানের স্ত্রী জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে সিঁদ কেটে বোরখা চার পাচজন লোক ঘরে প্রবেশ করে খলিল ও তার স্ত্রী লিলি বেগমের হাত পা বেঁধে ফেলে এর পরে খলিলকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে চলে যায়।

নিহত খলিল বরগুনা সদর উপজেলা আওয়মী লীগের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে প্রতিবেশীরা টের পেয়ে লিলি বেগমের হাত পায়ের বাধন খুলে দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে খলিলের মরদেহ উদ্ধর করে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, পুর্ব শত্রুতার জের দরে এ ঘটনা ঘটে থাকতে পারে। হত্যার কারন উদঘটনের চেষ্টা চলছে।

এমএ