ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কুসিক উপ-নির্বাচনে প্রচারে প্রার্থীদের স্বজনরা, এলাকায় উৎসবের আমেজ


১ মার্চ ২০২৪ ২০:১০

সংগৃহীত

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদে উপ-নির্বাচনে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন প্রার্থীদের স্বজনরা।

শুক্রবার (১ মার্চ) নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। এতে ভোটের মাঠে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

এ সময় ছুটির দিনে বাসা বাড়িতে থাকা ভোটারদের সাথে সাক্ষাৎ করেছেন প্রার্থী এবং তাদের স্বজনরা। এদিন প্রতিদ্বন্দ্বি চার প্রার্থীই নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন।

শুক্রবার বাস প্রতিকের প্রার্থী তাহসিন বাহার সূচনা নগরীর সংরাইশ এবং শুভপুর এলাকায় গনসংযোগ করেছেন। বিকেলে নিজ বাড়িতে কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন তিনি। এদিন তার ছোট বোন আয়মান বাহার সোনালীসহ অন্যান্য স্বজনরা তার পক্ষে প্রচারণা চালায়।

ঘোড়া প্রতিকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নগরীর মুরাদপুর, চর্চা, হাউজিং এস্টেট এলাকায় গনসংযোগ করেন। এদিন তার চার বোন ভাই ভাগিনা ভাগনীসহ নিকটাত্মীয়রা নগরীর ৫টি ওয়ার্ডে প্রচারণা চালায়। বিকেলে নগরীর কোটবাড়ী এলাকায় পৃথক উঠান বৈঠক করেন কায়সার।

টেবিল ঘড়ি প্রতিকের প্রার্থী মনিরুল হক সাক্কু নগরীর তেলিকোনা চৌমুহনী, দিশাবন্দ এলাকায় গনসংযোগ করেন। এদিন তার স্ত্রীসহ অন্যান্য স্বজনরা গনসংযোগ করেন। হাতি প্রতিকের নুর উর রহমান মাহমুদ তানিম নগরীর কালিয়াজুরী এলাকায় গনসংযোগ করেন।


কুমিল্লা, নির্বাচন, প্রচার প্রচারণা, গনসংযোগ, কোটবাড়ী