ঝিনাইদহে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

ঝিনাইদহে শিক্ষার্থীদের সঞ্চয়মুখী করে তোলার জন্য স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয় । এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ পুলিশ কর্মকর্তা, শিক্ষক ও ব্যাংকাররা বক্তব্য রাখেন।
এর আগে, শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে জেলার ২১ টি তফসিলী ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসএমএন