ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মিয়ানমার থেকে গুলি, অটোরিকশার কাচ ভাঙল বান্দরবানে


৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৪

সংগৃহিত

বান্দরবানে সীমান্তের ওপরে মিয়ানমারের রাখাইনে নতুন করে সংঘাত শুরু হয়েছে। সীমান্তের ওপার থেকে গুলি এসে লেগেছে একটি সিএনজিচালিত অটোরিকশায়।  শনিবার বিকাল আড়াইটার পর নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকার উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। দুই দিন নীরব থাকার পর আজ নতুন করে সীমান্ত এলাকা থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়।

অটোরিকশাটির সামনের কাঁচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি। অটোরিকশাটির চালক মো. আবু তাহের জানান, তুমব্রু উত্তর পাড়ায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। সে সময় সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই অটোরিকশায় গুলি লেগে সামনের কাচ ভেঙে যায়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলম জানান, বিকেল থেকে আবারও মিয়ানমার সীমান্তের দিক থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক (এসআই) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, এমনিতেই ওপার থেকে গুলির শব্দ শোনা যায়। কোখনো থেমে থেমে আবার কখনো লাগাতার। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

নতুনসময়/আইএ