ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সিরাজগঞ্জে একই পরিবারে ৩ জনকে হত্যা


৩০ জানুয়ারী ২০২৪ ১০:২৩

সংগৃহিত

সিরাজগঞ্জের তাড়াশের পৌর বারোয়ারি বটতলা মহল্লায় নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও গলা কেটে খুন করা হয়েছে। পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙ্গে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙ্গে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়।

তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নূরে আলম নিহতদের বরাদ্দ দিয়ে জানান, গত দু'দিন ধরে খোঁজ খবর না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তাতেও ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পায়, তাদেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।