যশোর র্যাব-৬ এর অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

যশোর র্যাব-৬ এর অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) যশোর র্যাব- ৬ গোপন সংবাদ পেয়ে রাত ৯ টার দিকে যশোর শহরে অভিযান চালিয়ে মো. তারিকুল ইসলাম সোহেল (২৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটক তারিকুল ইসলাম সোহেল যশোরের মৃত আব্বাস আলীর ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম জানান, গোপন সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যাবসায়ীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।
এমএ