ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক


৪ জানুয়ারী ২০২৪ ১১:১৩

সংগৃহিত

ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৮টা ২০মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার দিনগত রাত ৯টা ১৫ মিনিট দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার রাতে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ রাখার কারণে দৌলতদিয়া ঘাটে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। এতে প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম জানান, ঘন কুয়াশার কারণে বুধবার রাত ৯টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে বৃহস্পতিবার সকাল ৮টা ২০মিনিট থেকে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমান এ নৌরুটে ছোট-বড় মোট ১৬টি ফেরি চলাচল করছে।