ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে ৫ কেজি স্বর্ণের বারসহ আটক ১


২৬ অক্টোবর ২০১৮ ১৭:৫৭

স্টাফ করেসপন্ডেন্ট

যশোরের বেনাপোল বারোপোতা গ্রাম থেকে পাঁচ কেজি ওজনের ৪০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। এছাড়া স্বর্ণপাচার কাজে ব্যবহৃতেএকটি মোটরসাইকেলও আটক করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প গোপন সংবাদ পেয়ে বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে মোঃ সজিব হোসেন(২৮) নামে এক পাচারকারীকে তল্লাশী করে ৪০ পিচ স্বর্ণেরবার সহ তাকে আটক করা হয়। আটক সজিব হোসেন বাগআঁচড়া সাতমাইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

৪৯ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ক্যাম্পের টহল দল বারোপোতা গ্রাম থেকে তাকে আটক করে। আটক হওয়া স্বর্ণের আনুমানিক মুল্য আড়াই কোটি টাকা বলে তিনি জানান। আটক স্বর্ণের বারসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

 

আরকেএইচ