মাগুরায় ইয়াবাসহ এক নারী আটক

মাগুরায় ৭০০ পিস ইয়াবাসহ শেফালী বেগম (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধায় যশোর থেকে ফরিদপুর যাওয়া পথে রামনগর ফাঁড়ির পুলিশ লোকাল বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শেফালী মাদারীপুর জেলার সদর থানার ঘটকচর গ্রামের জাফর আলীর শিকদারের স্ত্রী।
মাগুরার রামনগর ফাঁড়ির সাজেন্ট গৌরব রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রামনগরে এলাকা লোকাল বাসে তল্লাসি চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ শেফালী বেগমকে আটক করা হয়।
আটক শেফালীর বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএ