রাজধানীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। জব্দ ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯০ লক্ষ টাকা।
র্যাব-১০ এর অপারেশন পরিচালক এ্যাডিশনাল এএসপি মুহম্মদ মহিউদ্দিন ফারুকী নতুনসময়কে মুঠো ফোনে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার টেকনাফ হতে বাসযোগে একটি ইয়াবার চালান গাবতলী বাসস্টান্ড এলাকায় হস্তান্তর হবে।
এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ১টার সময় রাজধানীর গাবতলী বাসস্টান্ড এলাকায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৮ হাজার পিস ইয়াবাসহ ৪ ব্যবসায়ীকে গ্রেপ্তার করি।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার রামুর সৈয়দ হোসেনের ছেলে আমিনউল্লাহ (১৯), সিলেটের মৃত ইউনুস আলীর ছেলে মাহবুব আলম (৪১), বান্দরবান আলী কদমের সিদ্দিকের ছেলে আবু বক্কর সিদ্দিক(২৩), কক্সবাজারের শফিউল্লাহ ছেলে আজাদ (২৪)।
মহিউদ্দিন ফারুকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা নিয়মিত মাদকের চালান ঢাকায় আসে এবং তাদের দেয়া তথ্য মতে কক্সবাজার থেকে আসা কম-বেশী মাদকের চালান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার হয় বলে জানান।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক বিক্রিত নগদ ৭ হাজার ৬২৫ টাকা ও ০৬টি মোবাইল উদ্ধার করা হয়।
এমএ