গোদাগাড়ীর শীর্ষ মাদকসম্রাজ্ঞী হেরোইনসহ আটক

চাঁপাইনবাবগঞ্জ র্যাব- ৫ মাদক বিরোধী অভিযানে ৮৭০ গ্রাম হেরোইনসহ গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী সুলতানা বেগমকে (৩২) গ্রেফতার করেছে। গত রাত ১২:১৫ মিনিটে এই মহিলা মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব তাদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১,জানান, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট ২০১৮ ইং তারিখ রাত্রী আনুমানিক ০০:১৫ মিনিটি রাজশাহীর গোদাগাড়ী থানার বুজরুক রাজারামপুর (বুজরুকপাড়া) গ্রামের আসামীর নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে ৮৭০ গ্রাম হিরোইনসহ গোদাগাড়ী এলাকার শীর্ষ মাদক স¤্রাজ্ঞী হেরোইন ও ইয়াবা ব্যবসায়ী সুলতানা বেগমকে (৩২), পিতা-মৃত ইসলাম আলী, হাতেনাতে গ্রেফতার করে। ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব আরো জানান, উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এফ আই আর নং-৬৪। মাস দেড়েক আগে জামিনে মুক্ত হয়ে এসে আবারও পুরোদমে শুরু করেছে মাদক ব্যবসা। উক্ত মাদক মাদকসম্রাজ্ঞীকে গ্রেফতারে এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেছেন।