ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৫

রাজধানীর ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ওয়াজেদ মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ভাটারার নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী আরিফ বলেন, পটুয়াখালী বাউফল এলাকার বাসিন্দা ওয়াজেদ মিয়া, তিনি ভাটারা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতেন। সকালে ওই ভবনে কাজ করার সময় তৃতীয় তলা থেকে ‘অসাবধানতাবশত’ নিচে পড়ে যান। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আইএমটি