শার্শায় ‘সৃজনে উন্নয়ন বাংলাদেশ’ সাংস্কৃতিক উৎসব
-2018-10-25-16-00-32.jpg)
যশোরের শার্শা উপজেলায় 'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' শ্লোগানে শুরু হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব।
বৃহস্পতিবার ( ২৫ অক্টোরব) সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি, আলোচনা সভা, গান ও কবিতায় দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরবেন সাংস্কৃতিক কর্মীরা।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শিক্ষা অফিসার, শার্শা থানার তদন্ত(ওসি)তাসকিম আহম্মেদ, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউজ্জামান, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
এসএমএন