ঝিনাইদহে ব্যারিস্টার মইনুল নামে মামলা

সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’বলায় ঝিনাইদহে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ৫২০ কোটি টাকার আলাদা ২ টি মানহানি মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর)দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম এ্যাড. সালমা ইয়াসমিন সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতে মামলা দায়ের করেন।
মামলার বাদিরা জানান, গত ১৬ অক্টোবর ৭১ টেলিভিশনের টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেছেন ব্যারিস্টার মইনুল হোসেন।
এ কারণে তারা মামলা দায়ের করেছেন।
এসএমএন