কৃষকের জমির ফসল কেটে দিল দুর্বৃত্তরা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আশানুর নামের এক কৃষকের জমির সবজি কেটে নষ্ট করেছে দৃর্বৃর্ত্তরা। বুধবার ( ২৪ অক্টোবর) রাতে উপজেলার পারশ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই কৃষকের প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। কৃষক আশানুর রহমান জানান, নিজের বাড়ির পাশে ১৭ শত জমির মধ্যে ৫ শত জমিতে পুইশাক, বেগন, মরিচ, কলা ও ওল গাছ লাগিয়েছিলেন। কিন্তু রাতের আঁধারে ফলস দেওয়াতে ৫০ হাজারের অধিক টাকার ক্ষতি হয়েছে।
তিনি অভিযোগ করেন, ৩ বছর আগে এই জমিটি আলীমের কাছ থেকে ক্রয় সংক্রন্ত বিষয়ে পতিবেশেীদের বিরোধ চলছে।
কৃষক আসানুরের ছেলে ফয়সাল জানান. তারা গত ৩ বছর ধরে এই জমিতে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করছে। ৫ শত জমি থেকে কয়েক হাজার টাকা পুইশাক ও বেগুন বিক্রি করেছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএমএন