রূপগঞ্জ ইউনিয়নে আ'লীগ সরকার দ্বারা উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বর্তমান আওয়ামীলীগ সরকার কর্তৃক গৃহীত সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় রূপগঞ্জ ইউনিয়নের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক।
এতে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন তাতীলীগের সভাপতি আলম মিয়া,রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ,রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রহমত উল্লাহ, ২ নং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া প্রমুখ। এ সময় স্থানীয় ৮ হাজারের অধিক সুবিধাভোগীরা তাদের পক্ষ থেকে সরকারের এমন সহযোগীতায় সন্তুোষ প্রকাশ করেছেন।।