যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে উদয় শংকর বিশ্বাস (৪২) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার পাঁচাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
উদয় শংকর উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ছিলেন। স্থানীয় নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিও ছিলেন উদয়।
জানা গেছে, স্থানীয় বাজার থেকে সবজি কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন উদয়। তিনি বাড়ির মোড়ে পৌছালে মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এসময় পরিহিত জামার ভিতর দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। স্বজনসহ প্রতিবেশিরা ছুটে আসে।
প্রথমে ধারণা করা হচ্ছিল, মোটরসাইকেলের টায়ার বাস্ট হয়ে জখম হওয়ায় রক্তক্ষরণ হচ্ছে। পরে তাকে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। ডাক্তার জানান গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত উদয় শংকরের চাচা সুজন বিশ্বাস জানান, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয় টেকেরঘাট বাজারে সবজিসহ কাচা বাজার কিনতে যায়। ফেরার পথে বাড়ির মোড়ে পৌছলে মোটরসাইকেল নিয়ে পড়ে যান। পরে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, উদয়কে গুলি করা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। এতে তার মৃত্যু হয়েছে।
ডাক্তারের বরাত দিয়ে তিনি আরও জানান, দুর্বৃত্তরা উদয়কে পিছন দিক থেকে পাজরের নিচে গুলি করেছে।
মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।