ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কাশিমপুর থেকে টাকা এবং স্বর্ণের গহনা নিয়ে উধাও এক প্রতারক পরিবার


১৬ অক্টোবর ২০২৩ ০০:১৬

ছবি সংগৃহীত

গাজীপুর মহানগর কাশিমপুর ২নং ওয়ার্ড চক্রবর্তী দক্ষিণ বড়ইবাড়ী এলাকায় ফাতেমার বাড়ি থেকে এক লক্ষ নব্বই হাজার টাকা এবং পনে দুই ভরি স্বর্ণের গহনা নিয়ে এক ভাড়াটি প্রতারক পরিবার রাতের আঁধারে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে, থানায় ভুক্তভোগীর অভিযোগ।

সরেজমিনে গিয়ে জানা যায়, চক্রবর্তী নবী টেক্সটাইল দক্ষিণ বড়ইবাড়ির ভুক্তভোগী ফাতেমার নানা, শফিউদ্দিন মাস্টারের বাড়ির ভাড়াটিয়া, ১। মোঃ আমিনুল ইসলাম,(৫০) পিতা:-আব্দুস সুবাহান, মাতা:মোসা-হাজেরা বেগম, ২। মোসা: কাজলী বেগম (৪০) পিতা মোঃ জালাল উদ্দিন, ৩। মোঃ রোমান মিয়া, (২০) পিতা মো: আমিনুল ইসলাম, মাতা, মোসা: কাজলী বেগম ৪। মোসা: এনি আক্তার (২২) পিতা মো: আমিনুল ইসলাম, মাতা,মোসা: কাজলী বেগম, একই পরিবারের চারজন মিলে এমনভাবে বিভিন্ন জায়গায় প্রতারণা করে বেড়ায় বলে জানা যায়।

এলাকাবাসী বলেন, বিভিন্ন দোকান থেকে টিভি ফ্রিজ চাইলের বস্তা বাকিতে ক্রয় করে, পাবলিকের কাছে স্বল্পদামে বিক্রয় করে নগদ টাকা হাতিয়ে নেয় তারা, এমনকি এক বছর আগে খলিল নামের এক দোকানদারের ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়, পরে তার শ্বশুরবাড়ি থেকে সপরিবার কে ধরে আনলে, খলিল ম্যানেজারের বাসায় থেকে, চাকরি করে সেই টাকা পরিশোধ করেন এই পরিবার, তারা খুব খারাপ প্রকৃতির লোক, এমনকি তার মেয়ে এনি কে এক ছেলের কাছে বিয়ে দিয়ে দুই লক্ষ টাকা দাবি করেন মেয়ের জামাইয়ের কাছে, টাকা না দেওয়াতে সেই স্বামীর কাছ থেকে ডিভোর্স করিয়ে ঘরে নিয়ে আসে।