ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ভোটারদের দ্বারে দ্বারে প্রয়াত ডেপুটি স্পিকারের কন্যা বুবলী


৮ অক্টোবর ২০২৩ ২১:৫৯

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে নির্বাচনী প্রচার প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে প্রয়াত ডেপুটি স্পিকারের কন্যা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।

আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই উপজেলার পদুমশহর ইউনিয়নের মজিদের ভিটা, সরদারপাড়া,আমতলীসহ বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালান। এ সময় তিনি সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ওই এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন ও উন্নয়নমূলক লিফলেট ভোটারদের মাঝে বিতরণ করেন।

এ সময় আওয়ামী লীগ সরকারের সময়ে ফুলছড়ি-সাঘাটা উপজেলার রাস্তা- ঘাটসহ দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন,আমার বিশ্বাস আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিবেন।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি। ভোটারদের কাছ থেকে দোয়া কামনা করেন ফারজানা রাব্বী বুবলী।

এ সময তিনি আরো বলেন, 'প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সময়েই ফুলছড়ি-সাঘাটা উপজেলার রাস্তা ঘাট থেকে শুরু করে সর্বস্তরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এখনো সাঘাটা-ফুলছড়ি উপজেলার মানুষের অন্তরে আমার বাবা স্বরণীয় হয়ে আছেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।