ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে র‌্যাব পরিচয়ে যুবলীগ নেতা অপহরণ


২৫ অক্টোবর ২০১৮ ০৩:৪৯

র‌্যাব পরিচয়ে যুবলীগ নেতা সফিকুল ইসলাম ভুইয়া অপহরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে। যুবলীগ নেতা রূপগঞ্জ উপজেলা কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাকে উদ্ধারের দাবিতে নেতাকর্মীরা ঘন্টাব্যাপী মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে অবরোধ করে মিছিল করছে।

জানা যায় গতকাল বুধবার বিকাল ৪টার দিকে তাকে কায়েতপাড়া এলাকা থেকে একদল সাদা পোষাকধারী র‌্যাব পরিচয় তাকে তুলে নিয়ে যায়। এ খবরটি রূপগঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বাদলকে উদ্ধারে নেমে পড়ে।

এসময় অবরোধকারীরা সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ১ ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে সফিকুল ইসলাম ভুইয়া বাদলকে অতিসত্তর উদ্ধারের প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

অবরোধ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের চার পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃস্টি হয়। মিছিলে অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলালীগের নেতাকর্মীরা।