রূপগঞ্জে র্যাব পরিচয়ে যুবলীগ নেতা অপহরণ

র্যাব পরিচয়ে যুবলীগ নেতা সফিকুল ইসলাম ভুইয়া অপহরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে। যুবলীগ নেতা রূপগঞ্জ উপজেলা কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাকে উদ্ধারের দাবিতে নেতাকর্মীরা ঘন্টাব্যাপী মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে অবরোধ করে মিছিল করছে।
জানা যায় গতকাল বুধবার বিকাল ৪টার দিকে তাকে কায়েতপাড়া এলাকা থেকে একদল সাদা পোষাকধারী র্যাব পরিচয় তাকে তুলে নিয়ে যায়। এ খবরটি রূপগঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বাদলকে উদ্ধারে নেমে পড়ে।
এসময় অবরোধকারীরা সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ১ ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে সফিকুল ইসলাম ভুইয়া বাদলকে অতিসত্তর উদ্ধারের প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
অবরোধ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের চার পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃস্টি হয়। মিছিলে অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলালীগের নেতাকর্মীরা।