ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সভা ও মশারী বিতরন


৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৩

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য মোহাম্মদ আনছার আলী’র উদ্যোগে শনিবার (৩০ সেপ্টেম্বর ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের জয়বাংলা চত্ত্বর এলাকায় এ আলোচনা সভা ও মশারি বিতরণ করা হয়।

রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য মোহাম্মদ আনছার আলী’র সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মেহের, উপজেলা আওয়ামীলীগের কৃ‌ষি বিষয়ক সম্পাদক আরফত আলী, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক এমা‌য়েত হো‌সেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ সদর ইউ‌নিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হা‌বিবুর রহমান হা‌রেজ, মুড়াপাড়া সরকারী ক‌লেজ ছাত্র সংস‌দের ভি‌পি সাইফুল ইসলাম তু‌হিন, রূপগঞ্জ সদর ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, আওয়ামীলী‌গ নেতা ফারুক হো‌সেন, মনির হোসেন, আব্দুস সালাম ও মনিরুজ্জামান বাদশা সহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা।

পরে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করা হয় এবং বীরপ্রতীক গাজী এ‌ভি‌নিউ সড়ক উ‌দ্বোধন করা হয়।