ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


হটাৎ উধাও কচুরিপানা, এলাকায় চাঞ্চল্য


৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০২

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিযনে  নয়াপাড়া রুস্কা বিলে অদৃশ্য শক্তির বলে উধাও হয়ে গেছে জমির কচুরিপানা। এই ঘটনায় এলাকার জনগণ আতঙ্কে রয়েছে বলে জানা যায় এমনকি বিভিন্ন এলাকা থেকে যানবাহন নিয়ে ছুটে আসছে সাধারণ জনগণ বিষয়টি দেখার জন্য।

এ বিষয়ে নজরুল ইসলাম জানান, আমি প্রতিদিনের মতো মাছ ধরতেছিলাম করা জাল দিয়ে বুধবার দিন সকাল ৮: টার সময়, দেখতে পেলাম দেড় দুই কাঠা জমি ভর্তি কচুরিপানা চরকার মত ঘুরতাছে আমি ভয়ে দৌড়ে চলে আসি চিৎকার করে পরে অনেকেই এলাকা থেকে ওখানে যায় তারাও গিয়ে দেখে কচুরিপানা ঘুরতেছে চরকার মত পোড়া জমি সহ পরে কিছুক্ষণের মধ্যে সেই কচুরিপনা উধাও হয়ে যায় পুরো জমিন থেকে।

এ বিষয়ে মাসুদ ভূঁইয়া জানান নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, পুরা বিল বড়া কচুরিপনা কোথাও সরে যাওয়ার মতন না হঠাৎ দেড় দুই কাঠা জমির কচুরিপানা ঘুরতে ঘুরতে নিচের দিকে চলে গেছে কোন এক অদৃশ্য শক্তির কারণে এখন ভয়ে যেতে পারছিনা দিলে গরুর জন্য গাছ কাটার জন্যও এমনকি এলাকার কেউ যাচ্ছে না ভয় বিলের পানিতে।

এলাকার জনগণ বলেন, বিশাল কিছুতো একটা হয়েছে যার কারণে ভয়ে আমরা কেউ মাঠে যেতে পারছি না কখন কোন দুর্ঘটনা ঘটে।